যুগান্তরের গান

যুগান্তরের গান

কাজী নজরুল ইসলাম

যুগান্তরের গান

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

বলো ভাই মাভৈঃ মাভৈঃ

নবযুগ ওই এল ওই

এল ওই রক্ত-যুগান্তর রে।

বলো জয় সত্যের জয়

আসে ভৈরব-বরাভয়

শোনো অভয় ওই রথ-ঘর্ঘর রে॥

রে বধির! শোন পেতে কান

ওঠে ওই কোন্ মহা-গান

হাঁকছে বিষাণ ডাকছে ভগবান রে।

জগতে জাগল সাড়া

জেগে ওঠ উঠে দাঁড়া

ভাঙ পাহারা মায়ার কারা-ঘর রে।

যা আছে যাক না চুলায়

নেমে পড়...

Loading...