ভ্রষ্ট লগ্ন

ভ্রষ্ট লগ্ন

রবীন্দ্রনাথ ঠাকুর

ভ্রষ্ট লগ্ন

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


শয়নশিয়রে প্রদীপ নিবেছে সবে,

জাগিয়া উঠেছি ভোরের কোকিলরবে।

অলসচরণে বসি বাতায়নে এসে

নূতন মালিকা পরেছি শিথিল কেশে।

এমন সময়ে অরুণধূসর পথে

তরুণ পথিক দেখা দিল রাজরথে।

সোনার মুকুটে পড়েছে উষার আলো,

মুকুতার মালা গলায় সেজেছে ভালো।

শুধালো কাতরে ‘সে কোথায়’ ‘সে কোথায়’

ব্যগ্রচরণে আমারি দুয়ারে নামি—

শরমে মরিয়া বলিতে নারিনু হায়,

<...
Loading...