শ্রাবণগাথা

শ্রাবণগাথা

রবীন্দ্রনাথ ঠাকুর

শ্রাবণগাথা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconনাটক

পোষ্ট করেছেনশ্রী কর্মকার২৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

নটরাজ।

মহারাজ, আদেশ করেন যদি, বর্ষার অভ্যর্থনা দিয়ে আজ উৎসবের ভুমিকা করা যাক।

রাজা।

ভূমিকার কী প্রয়োজন।

নটরাজ।

ধুয়োর যে প্রয়োজন গানে। ঐ ধুয়োটাই অঙ্কুরের মতো ছোটো হয়ে দেখা দেয়, তার পরে শাখায় পল্লবে পরিপূর্ণ হয়ে ওঠে।

রাজা।

আচ্ছা, তা হলে বিলম্বে কাজ নেই।

ও...

Loading...