
শ্রাবণগাথা

রবীন্দ্রনাথ ঠাকুর
মহারাজ, আদেশ করেন যদি, বর্ষার অভ্যর্থনা দিয়ে আজ উৎসবের ভুমিকা করা যাক।
রাজা।
ভূমিকার কী প্রয়োজন।
নটরাজ।
ধুয়োর যে প্রয়োজন গানে। ঐ ধুয়োটাই অঙ্কুরের মতো ছোটো হয়ে দেখা দেয়, তার পরে শাখায় পল্লবে পরিপূর্ণ হয়ে ওঠে।
রাজা।
আচ্ছা, তা হলে বিলম্বে কাজ নেই।
ও...