সেবক

সেবক

কাজী নজরুল ইসলাম

সেবক

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সত্যকে হায় হত্যা করে অত্যাচারীর খাঁড়ায়,

নেই কি রে কেউ সত্যসাধক বুক খুলে আজ দাঁড়ায়?

শিকলগুলো বিকল করে পায়ের তলায় মাড়ায়, –

বজ্র-হাতে জিন্দানের ওই ভিত্তিটাকে নাড়ায়?

নাজাত -পথের আজাদ মানব নেই কি রে কেউ বাঁচা,

ভাঙতে পারে ত্রিশ কোটি এই মানুষ-মেষের খাঁচা?

ঝুটার পায়ে শির লুটাবে, এতই ভীরু সাঁচা? –

ফন্দি-কারায় কাঁদছিল হায় বন্দি যত ছেলে,

এমন দিনে...

Loading...