রতিবিলাপ

রতিবিলাপ

ভারতচন্দ্র রায়গুণাকর

রতিবিলাপ

Books Pointer Iconভারতচন্দ্র রায়গুণাকর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পতিশোকে রতি কাঁদে বিনাইয়া নানা ছাঁদে

ভাসে চক্ষু জলের তঙ্গে।

কপালে কঙ্কণ মারে রুধির বহিছে ধারে

কাম অঙ্গ ভস্ম লেপে অঙ্গে॥

আলু থালু কেশ বাস ঘন ঘন বহে শ্বাস

সংসার পূরিল হাহাকার।•

কোথা গেলা প্রাণনাথ আমারে করহ সাথ

তোমা বিনা সকলি আঁধার।

তুমি কাম আমি রতি আমি নারী তুমি পতি

দুই অঙ্গ একই পরাণ।

প্রথমে যে প্রীতি ছিল শেষে তাহানি। রহিল

পিরীত...

Loading...