যাত্রা

যাত্রা

রবীন্দ্রনাথ ঠাকুর

যাত্রা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


যাত্রা


ইস্‌টিমারের ক্যাবিনটাতে কবে নিলেম ঠাঁই,

স্পষ্ট মনে নাই।

উপরতলার সারে

কামরা আমার একটা ধারে।

পাশাপাশি তারি

আরো ক্যাবিন সারি সারি

নম্বরে চিহ্নিত,

একই রকম খোপ সেগুলোর দেয়ালে ভিন্নিত।

সরকারী যা আইনকানুন তাহার যাথাযথ্য

অটুট, তবু যাত্রীজনের পৃথক বিশেষত্ব

রুদ্ধদুয়ার ক্যাবিনগুলোয় ঢাকা;

এক চলনের মধ্যে ...

Loading...