
মুহূর্তে শতাব্দী

শক্তি চট্টোপাধ্যায়
| শক্তি চট্টোপাধ্যায় | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনঐশী বিশ্বাস২৩ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এ-সত্য মৃত্যুর হিম ছোঁয়া দিয়ে তাকে
ব’লে যাবে, আজই নয়, কিন্তু কাল তোর
মসৃণ চূড়াটি ভাঙবো, পলেস্তরা খশাবো পীযূষে
ভাঙবো, ভেঙে টুকরো করবো ইট কাঠ পাথর প্রতিমা
শব্দের…শিরীষ তাই ছুঁয়ে গেলো মহিমা দুপুরে
চুল-নাড়া খুশকি যেন, বালক বোকার পচা রাগ
নিতান্ত সামান্য তার ঝরে-পড়া ধেয়ানি শহরে
মসজিদের পাশাপাশি, কাঁচা ফল রো...