মিলন মোহনায়

মিলন মোহনায়

কাজী নজরুল ইসলাম

মিলন মোহনায়

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা২০ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

হায় হাবা মেয়ে, সব ভুলে গেলি দয়িতের কাছে এসে!

এত অভিমান এত ক্রন্দন সব গেল জলে ভেসে !

কূলে কূলে এত ভুলে ফুলে কাঁদা আছড়ি পিছাড়ি তোর,

সব ফুলে গেলি যেই বুকে তোরে টেনে নিল মনোচোর!

সিন্ধুর বুকে লুকাইলি মুখ এমনই নিবিড় করে,

এমনই করিয়া হারাইলি তুই আপনারে চিরতরে –

যে দিকে তাকাই নাই তুই নাই! তোর বন্ধুর বাহু

গ্রাসিয়াছে তোরে বুকের পাঁজরে – ক্ষুধাতুর কাল রাহু!

<...
Loading...