রাজা প্রজা

রাজা প্রজা

কাজী নজরুল ইসলাম

রাজা প্রজা

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১৬ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সাম্যের গান গাই

যেখানে আসিয়া সম-বেদনায় সকলে হয়েছি ভাই।

এ প্রশ্ন অতি সোজা,

এক ধরণির সন্তান, কেন কেউ রাজা, কেউ প্রজা?

অদ্ভুত দর্শন –

এই সোজা কথা বলি যদি ভাই, হবে তাহা সিডিশন!

প্রজা হয় শুধু রাজ-বিদ্রোহী, কিন্তু কাহারে কহি,

অন্যায় করে কেন হয় নাকো রাজাও প্রজাদ্রোহী!

প্রজারা সৃজন করেছে রাজায়, রাজা তো সৃজেনি প্রজা,

কৃতজ্ঞ রাজা তাই ক...

Loading...