
মনে হয় হেমন্তের জ্যোৎস্নায়

জীবনানন্দ দাশ
| জীবনানন্দ দাশ | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মনে হয় হেমন্তের জ্যোৎস্নায়
সাদা তাম্বুর মতো কুয়াশায়
আজও ঢের লোক দূর—দূর প্রান্তরের ক্যাম্পে
নারী মেষ গাভীযুথ লয়ে আদি পিতাদের মতো সন্নিবদ্ধ
হয়তো বা দীর্ঘ দেহ তাহাদের—জটায় ধবল;
এখনও শৈশব প্রাণে
কিংবা আরও শৈশবের সুর ভেসে আসে মাইক্রোফনে
বালটিক সমুদ্রের তীর থেকে।
এইখানে হেমন্তের আসন্ন কুয়াশা রুষ্ট ফণার মতন
...