
মিঃ শাসমলের শেষ রাত্রি

সত্যজিৎ রায়
| সত্যজিৎ রায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস৩১ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মিঃ শাসমল আরাম কেদারাটায় গা এলিয়ে দিয়ে একটা স্বস্তির নিশ্বাস ফেললেন।
মোক্ষম জায়গা বেছেছেন তিনি—উত্তর বিহারের এই ফরেস্ট বাংলো। এর চেয়ে নিরিবিলি নিরাপদ নিরুপদ্রব জায়গা আর হয় না। ঘরটিও দিব্যি। সাহেবি আমলের মজবুত, সুদৃশ্য টেবিল চেয়ার সাজানো, প্রশস্ত খাটে বালিশ বিছানা তকতকে পরিষ্কার, ঘরের সঙ্গে লাগায়ো বাথরুমটিও বেশ বড়। পশ্চিমের জানালাটা দিয়ে ফুরফুরে বাতাস আস...