
ভূতের সঙ্গে লড়াই

শেখর বসু
ডিসেম্বরের গোড়াতেই জকিয়ে শীত পড়ে গেল কলকাতায়। এত নীতে বেলা পর্যন্ত লেপমুড়ি দিয়ে ঘুমোতে ইচ্ছে করে। ছুপুরের চমৎকার রোদে ক্রিকেট খেলতে ইচ্ছে করে জমিয়ে । বড় এইছদুটে৷ ইচ্ছের বাইরে আছে ছোট ছোট অগুনতি ইচ্ছে । কিন্তু এতগুলো ইচ্ছের একটাও মেটানোর উপায় নেই। আজ তো শনিবার, সামনের সোমবার থেকেই আযানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে রমু আর সোমুর।
রমু পড়ে ক্লাস সিক্সে আর সোমু খি,তে। দু জনের পরীক্ষা শু...