বেলাশেষে

বেলাশেষে

কাজী নজরুল ইসলাম

বেলাশেষে

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ধরণী দিয়াছে তার

গাঢ় বেদনার

রাঙা মাটি-রাঙা ম্লান ধূসর আঁচলখানি

দিগন্তের কোলে কোলে টানি।

পাখি উড়ে যায় যেন কোন মেঘ-লোক হতে

সন্ধ্যা-দীপ-জ্বালা গৃহ-পানে ঘর-ডাকা পথে।

আকাশের অস্ত-বাতায়নে

অনন্ত দিনের কোন্ বিরহিণী কনে

জ্বালাইয়া কনক-প্রদীপখানি

উদয়-পথের পানে যায় তার অশ্রু-চোখ হানি?

‘আসি’-বলে চলে যাওয়া বুঝ...

Loading...