পদ্মা নদীর মাঝি

পদ্মা নদীর মাঝি

মানিক বন্দ্যোপাধ্যায়

পদ্মা নদীর মাঝি

Books Pointer Iconমানিক বন্দ্যোপাধ্যায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনবই বন্দর২৪ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

বর্ষার মাঝামাঝি।

পদ্মায় ইলিশ মাছ ধরার মরসুম চলিয়াছে।দিবারাত্রি কোন সময়েই মাছ ধরবার কামাই নাই।সন্ধ্যার সময় জাহাজঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মত ঘুরিয়া বেড়াইতেছে।জেলে-নৌকার আলো ওগুলি।সমস্ত রাত্রি আলোগুলি এমনিভাবে নদীবক্ষের রহস্যময় ম্লান অন্ধকারে দুর্বোধ্য সঙ্কেতের মত সঞ্চালিত হয়।এক সময় মাঝরাত্রি পার হইয়া যায়।...