পূজারিণী

পূজারিণী

কাজী নজরুল ইসলাম

পূজারিণী

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এত দিনে অবেলায়-

প্রিয়তম!

ধূলি-অন্ধ ঘূর্ণি সম

দিবাযামী

যবে আমি

নেচে ফিরি র”ধিরাক্ত মরণ-খেলায়-

এ দিনে অ-বেলায়

জানিলাম, আমি তোমা’ জন্মে জন্মে চিনি।

পূজারিণী!

ঐ কন্ঠ, ও-কপোত- কাঁদানো রাগিণী,

ঐ আখি, ঐ মুখ,

ঐ ভুর”, ললাট, চিবুক,

ঐ তব অপরূপ রূপ,

ঐ তব দোলো-দোলো গতি-নৃত্য দুষ্ট দুল রাজহংসী জিনি’-

চিনি সব চিনি।

Loading...