বেদের বহর

বেদের বহর

জসীম উদ্দীন

বেদের বহর

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১৩ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


মধুমতী নদী দিয়া,

বেদের বহর ভাসিয়া চলেছে কূলে ঢেউ আছাড়িয়া।

জলের উপরে ভাসাইয়া তারা ঘরবাড়ি সংসার,

নিজেরাও আজ ভাসিয়া চলেছে সঙ্গ লইয়া তার।

মাটির ছেলেরা অভিমান করে ছাড়িয়া মায়ের কোল,

নাম-হীন কত নদী-তরঙ্গে ফিরিছে খাইয়া দোল।


দুপাশে বাড়ায়ে বাঁকা তট-বাহু সাথে সাথে মাটি ধায়,

চঞ্চল ছেলে আজিও তাহারে ধরা নাহি দিল হায়।

কত বন পথ সুশীতল ছায়...

Loading...