
পুজোতে ঢোল সানাই

অদ্রীশ বর্ধন
সাংবাদিক তদন্তকে নিয়ে ইন্দ্রনাথ গিয়েছিল কলকাতার একটা বিখ্যাত প্রমোদ মহলে। সুরা এবং সাকীর জন্যে বিলক্ষণ সুনাম আছে প্রতিষ্ঠানটির। অবসর মুহূর্তকে রঙিন করে তোলার প্রয়াসে বহু গণ্যমান্য ব্যক্তির আবির্ভাব ঘটে এখানে।
সাংবাদিক তদন্ত অথবা ইন্দ্রনাথের সোমরস সম্বন্ধে খুঁচিবাই না থাকলেও পরি সম্বন্ধে অ্যালার্জি আছে। তা সত্ত্বেও এসেছে ক্যাবারে নাচে ছন্দিত, উদ্দাম জাজসঙ্গীতে মুখরিত হলঘরটির মধ্যে। দ...