
বৃক্ষ

ফরহাদ মজহার
অসম্পূর্ণ
.
দীর্ঘ পরিকল্পনা আমার
তুড়ি ও আফসোসের শব্দ শেষ হয়, দিন গিয়ে নামে অন্ধকার
বাচাল ও বেকারেরা অবশেষে ঘরে ফিরে আসে
একদিন বেশী আয়ু বেড়ে যায় মিথ্যে রাজার
নগর উজালা হয় মাতালের মূর্খ উল্লাসে।
তামা ও নকলগিনি বিক্রি হয় সোনার চেয়েও বেশী দামে
নকল-রমণী হয় রমণীয় নকল-পাউডার গালে মেখে
লোহা ও ইস্পাতে তৈরী বোমারু ...