বিনিময়

বিনিময়

অমিয় চক্রবর্তী

বিনিময়

Books Pointer Iconঅমিয় চক্রবর্তী
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তার বদলে পেলে—

সমস্ত ঐ স্তব্ ধ পুকুর

নীল-বাঁধানো স্বচ্ছ মুকুর

আলোয় ভরা জল—

ফুলে নোয়ানো ছায়া-ডালটা

বেগনি মেঘের ওড়া পালটা

ভরলো হৃদয়তল—

একলা বুকে সবই মেলে ||তার বদলে পেলে—

শাদা ভাবনা কিছুই-না-এর

খোলা রাস্তা ধুলো-পায়ের

কান্না-হারা হাওয়া—

চেনা কণ্ঠে ডাকলো দূরে

সব-হারানো এই দুপুরে

ফিরে কেউ-না-চাওয়া |

এও...

Loading...