Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
অমিয় চক্রবর্তী

@লেখক


অমিয় চক্রবর্তীর জীবনী

অমিয় চক্রবর্তী (জন্ম: ১০ এপ্রিল ১৯০১ – মৃত্যু: ১২ জুন ১৯৮৬) একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ ছিলেন। বাংলা আধুনিক কবিতার ইতিহাসে অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ–এর গুরুত্ব অপরিসীম। তিনি বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম কবি, বিশেষ করে তরুণ কবিদের পঞ্চপাণ্ডব–এর অংশ হিসেবে বিবেচিত। তার নাম জড়িয়ে আছে বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ ও বিষ্ণু দে–এর সঙ্গে।


জন্ম ও পারিবারিক পটভূমি

অমিয় চক্রবর্তী জন্মগ্রহণ করেন শ্রীরামপুরে, পশ্চিমবঙ্গের গৌরীপুরে। পিতা দ্বিজেশচন্দ্র চক্রবর্তী, মাতৃছত্রে অনিন্দিতা দেবী (ছদ্মনামে “বঙ্গনারী”) সাহিত্যচর্চীতে নিবেদিত ছিলেন।


শিক্ষা ও কর্মজীবন

হেয়ার স্কুল, কলকাতা থেকে ম্যাট্রিক পাস; এরপর হাজারিবাগের সেন্ট কোলাম্বাস কলেজে বি.এ. অর্জন করেন (১৯২১)। ১৯২৬ সালে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ. ডিগ্রি অর্জন করেন। ১৯৩৪–৩৭: অক্সফোর্ড–এর বেলিয়ল কলেজে “টমাস হার্ডির কাব্য” নিয়ে গবেষণা করে ডি.ফিল. লাভ করেন। ১৯৩৭ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি.ফিল. গ্রহণ করেন। ১৯৪৮–৬৭ পর্যন্ত আমেরিকার হাওয়ার্ড, বস্টন, ইয়েল ইত্যাদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক প্রাচ্য ধর্ম ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেন। এ সময় তিনি জর্জ বার্নার্ড শ, আলবার্ট আইনস্টাইন, ইয়েটস, রবার্ট ফ্রস্ট, আলবার্ট সোয়িটজার, বরিস পাস্তেরনাক, পাবলো কাসালস–এর মতো বিশিষ্ট মনীষীদের সান্নিধ্য পান।


রবীন্দ্রনাথের সাহিত্য সচিব

১৯২৬–৩৩ পর্যন্ত শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন – বিদেশী অতিথিদের স্বাগত, ক্লাস নেওয়া, পাণ্ডুলিপি সংগ্রহ ও প্রিন্ট–প্রসেসে সহযোগিতা সহ।

রবীন্দ্রনাথ তাঁর পাণ্ডুলিপি বারবার সংশোধন করতেন, যার ফলে তার সঙ্গে রাতে রাতজেগে “মুক্ত ধারা” নাটকের কপি তৈরি করতেন। ভবিষ্যতের বাংলা সাহিত্যে এ স্মৃতিগুলো অমুল্য।


অমিয় চক্রবর্তী কবিতা ও সাহিত্য

অমিয় চক্রবর্তীর প্রথম প্রকাশিত অমিয় চক্রবর্তী প্রথম কাব্যগ্রন্থ–এর নাম– কবিতাবলী (১৩৩২ বঙ্গাব্দ)।

অমিয় চক্রবর্তী কাব্যগ্রন্থ : কবিতাবলী (১৩৩২), উপহার (১৩৩৪), খসড়া (১৯৩৮), এক মুঠো (১৯৩৯), মাটির দেয়াল (১৯৪২), অভিজ্ঞান বসন্ত (১৯৪৩), দূরবাণী (১৯৪৪), পারাপার (১৯৫৩), পালাবদল (১৯৫৫), ঘরে ফেরার দিন (১৯৬৪), হারানো অর্কিড (১৯৬৬), পুষ্পিত ইমেজ (১৯৬৭), অমরাবতী (১৯৭২), অনিঃশেষ (১৯৭৬), নতুন কবিতা (১৯৮০)।

অমিয় চক্রবর্তীর গদ্য রচনা: চলো যাই (১৯৬০), সাম্প্রতিক (১৯৬৩), পুরবাসী, অমিয় চক্রবর্তীর প্রবন্ধ সংগ্রহ।

কবিতা ছাড়াও লিখেছেন শতাধিক প্রবন্ধ– যেমনঃ ‘এলিয়টের নতুন কবিতা’, ‘মার্কিন প্রবাসীর পত্র’, ‘সাহিত্য ব্যবসায়’, ‘মস্কো-এর চিঠি’, ‘ফিনল্যান্ডের চিঠি’ ইত্যাদি


১৭

বার পড়া হয়েছে

১৭

বইসমগ্র

বইসমূহ
কাব্য ও কবিতা