বিদেশী ফুলের গুচ্ছ – ৯

বিদেশী ফুলের গুচ্ছ – ৯

রবীন্দ্রনাথ ঠাকুর

বিদেশী ফুলের গুচ্ছ – ৯

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৫ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ওই আদরের নামে ডেকো সখা মোরে!

ছেলেবেলা ওই নামে আমায় ডাকিত–

তাড়াতাড়ি খেলাধুলা সব ত্যাগ করে

অমনি যেতেম ছুটে,

কোলে পড়িতাম লুটে।

রাশি-করা ফুলগুলি পড়িয়া থাকিত।

নীরব হইয়া গেছে যে স্নেহের স্বর–

কেবল স্তব্ধতা বাজে

আজি এ শ্মশান-মাঝে

কেবল ডাকি গো আমি “ঈশ্বর ঈশ্বর’!

মৃত কণ্ঠে আর যাহা শুনিতে না পাই

সে নাম তোমারি মুখে শুনিবারে চা...

Loading...