
বালিকা বধূ

রবীন্দ্রনাথ ঠাকুর
ওগো বর , ওগো বঁধু ,
এই - যে নবীনা বুদ্ধিবিহীনা
এ তব বালিকা বধূ ।
তোমার উদার প্রাসাদে একেলা
কত খেলা নিয়ে কাটায় যে বেলা ,
তুমি কাছে এলে ভাবে তুমি তার খেলিবার ধন শুধু ,
ওগো বর , ওগো বঁধু ।
জানে না করিতে সাজ
কেশ বেশ তার হলে একাকার ...