পূর্ণিমা

পূর্ণিমা

জসীম উদ্দীন

পূর্ণিমা

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৫ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


পূর্নিমাদের আবাস ছিল টেপাখোলার গাঁয়,

একধারে তার পদ্মনদী কলকলিয়ে যায়।

তিনধারেতে উধাও হাওয়া দুলতো মাঠের কোলে,

তৃণফুলের গন্ধে কভু পড়তো ঢলে ঢলে।

সেখান দিয়ে পুর্ণিমারা ফিরতো খেলে নিতি,

বাঁকাপথে বাজতো তাদের মুখর পায়ের গীতি।

পদ্মানদীর মাঝিরে কেউ ডাকত ছড়ার সুরে,

শিশুমুখের কাকলিতে গ্রামটি যেত ভরে।


সেদিন হঠাৎ পত্র এলো বাবার থেকে তার...

Loading...