পুর্ব্বরাগ

পুর্ব্বরাগ

জসীম উদ্দীন

পুর্ব্বরাগ

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


দীঘিতে তখনো শাপলা ফুলেরা হাসছিলো আনমনে,

টের পায়নিক পান্ডুর চাঁদ ঝুমিছে গগন কোণে ।

উদয় তারার আকাশ-প্রদীপ দুলিছে পুবের পথে,

ভোরের সারথী এখনো আসেনি রক্ত-ঘোড়ার রথে।

গোরস্থানের কবর খুঁড়িয়া মৃতেরা বাহির হয়ে,

সাবধান পদে ঘুরিছে ফিরিছে ঘুমন্ত লোকালয়ে।

মৃত জননীরা ছেলে মেয়েদের ঘরের দুয়ার ধরি,

দেখিছে তাদের জোনাকি আলোয় ক্ষুধাতুর আঁখি ভরি।

মরা শিশ...

Loading...