
পাখির ভোজ

রবীন্দ্রনাথ ঠাকুর
পাখির ভোজ
ভোরে উঠেই পড়ে মনে,
মুড়ি খাবার নিমন্ত্রণে
আসবে শালিখ পাখি।
চাতালকোণে বসে থাকি,
ওদের খুশি দেখতে লাগে ভালো।
স্নিগ্ধ আলো
এ অঘ্রানের শিশির-ছোঁওয়া প্রাতে,
সরল লোভে চপল পাখির চটুল নৃত্য-সাথে
শিশুদিনের প্রথম হাসি মধুর হয়ে মেলে–
চেয়ে দেখি সকল কর্ম ফেলে।
জাড়ের হাওয়ায় ফুলিয়ে ডানা
<...