
কন্ল ও শিবনিন্দা

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আই আই ওই বুড়া কি এই গৌরীর বর লো।
বিয়ার বেলা এয়োর মাঝে হৈল দিগম্বর লো॥
উমার কেশ চামরছটা তামার শুলা বুড়ার জটা
তায় বেড়িয়া ফোঁফায় যণী দেখে আসে জ্বর লো।
উমার মুখ চাঁদের চূড়া বুড়ার দাড়ী শণের লুড়া
ছারকপালে ছাইকপালে দেখে পায় ডর লো।
উমার গলে মণির হার বুড়ার গলে হাড়ের ভার
কেমন করে ও মা উমা করিবে বুড়ার ঘর লো।
আমার উমা মেস্বের চূড়া ভাঙ্গড় পাগল ওই না বুড়া