পথের দিশা

পথের দিশা

কাজী নজরুল ইসলাম

পথের দিশা

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

চারিদিকে এই গুণ্ডা এবং বদমায়েসির আখ্‌ড়া দিয়ে

রে অগ্রদূত, চ’লতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে?

পারবি যেতে ভেদ ক’রে এই বক্র-পথের চক্রব্যুহ?

উঠবি কি তুই পাষাণ ফুঁড়ে বনস্পতি মহীরুহ?

আজকে প্রাণের গো-ভাগাড়ে উড়ছে শুধু চিল-শকুনি,

এর মাঝে তুই আলোকে-শিশু কোন্‌ অভিযান ক’রবি, শুনি?

ছুঁড়ছে পাথর, ছিটায় কাদা, কদর্যের এই হোরি-খেলায়

শুভ্র মুখে মাখিয়ে কালি ভোজপুরীদের...

Loading...