উপহার গীতি

উপহার গীতি

রবীন্দ্রনাথ ঠাকুর

উপহার গীতি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


উপহার-গীতি


ছেলেবেলা হতে বালা, যত গাঁথিয়াছি মালা

যত বনফুল আমি তুলেছি যতনে

ছুটিয়া তোমারি কোলে, ধরিয়া তোমারি গলে

পরায়ে দিয়াছি সখি তোমারি চরণে।

আজো গাঁথিয়াছি মালা, তুলিয়া বনের ফুল

তোমারি চরণে সখি দিব গো পরায়ে —

না-হয় ঘৃণার ভরে, দলিয়ো চরণতলে

হৃদয় যেমন করে দলেছ দুপায়ে।

পৃথিবীর নিন্দাযশে, কটাক্ষ করি না বালা

তুমি যদি স...

Loading...