
নির্মলেন্দু গুণের কবিতা

নির্মলেন্দু গুণ
| নির্মলেন্দু গুণ | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনরিয়া দাস২৩ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
চোখ বন্ধ করলে আমি দেখতে পাই
সদ্য-রজঃস্বলা এক কিশোরীরে−
যে জানে না, কী কারণে হঠাৎ এমন
তীব্র তুমুল আনন্দ-কাতরতা
ছড়িয়ে পড়েছে তার নওল শরীরে।
মনুর ভাষায় গৌরী, এইটুকুনু মেয়ে
চমকে ওঠে নিজের পানে চেয়ে−
...