
পিরামিডের পেটের মধ্যে

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল পিরামিডের ভেতরে ঢুকব৷ কিন্তু প্রথমদিন পিরামিড দেখতে গিয়ে হতাশ হলুম৷ কায়রো শহর থেকে পাঁচ-ছ’ মাইল দূরেই তিনটি পিরামিড পাশাপাশি৷ কাছেই বিশালাকার জগদ্বিখ্যাত স্ফিংক্স৷ হোটেল থেকে বেরিয়ে বাসে চেপেই সেখানে পৌঁছানো যায় আধঘণ্টার মধ্যে৷ সেখানে পৌঁছেই আমি হতাশ হলুম৷ যদিও পিরামিডগুলো ঠিক পিরামিডই, সুউচ্চ ত্রিকোণ পাথরের ঢিপি, বহু পর্যটক ভ্রমণার্থীর ভিড় সেখানে, ...