
আমার ডেঞ্জারাস মামী

মুহম্মদ জাফর ইকবাল
| মুহম্মদ জাফর ইকবাল | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৩ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
উৎসর্গ
লুকিয়ে গল্পবই পড়ার জন্য যে ছেলেমেয়েরা তাদের বাবা-মায়ের কাছে শাস্তি পায়। আমি জানি, অনেক বাবা-মা তাদের ছেলেমেয়েদের পাঠ্যবই ছাড়া অন্য কোনো বই পড়তে দেন না।.
১
হ্যাঁ, এক শব্দে যদি কেউ আমার জীবনটাকে ব্যাখ্যা করতে চায় তাহলে সেই শব্দটা হবে বিভীষিকা। কেউ যেন মনে না করে আমার চারপাশে যারা আছে তারা বুঝি সবাই মিলে আমার জীবনটাকে বিভীষিকাময় করে রেখেছে, মোটও সেরকম কিছু নয...