
গ্রামের নাম কাঁকনডুবি

মুহম্মদ জাফর ইকবাল
| মুহম্মদ জাফর ইকবাল | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনহিয়া মজুমদার২৮ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
প্রথম পর্ব
০১.
স্কুল ছুটির পর আমি আর মামুন কালী গাংয়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। বটগাছের কাছে এসে সড়কটা যেখানে পুব দিকে মোড় নিয়েছে, ঠিক সেখানে বলাই কাকুর চায়ের স্টল। বলাই কাকু মনে হয় সারা পৃথিবীর মাঝে সবচেয়ে ভালো চা বানায়–তার একটা দোমড়ানো মোচড়ানো কেতলি আছে, সেখানে পানি গরম করলেই চায়ের লিকার বের হয়, সেটা গ্লাসে ঢেলে তার মা...