নিত্য প্রবল হও

নিত্য প্রবল হও

কাজী নজরুল ইসলাম

নিত্য প্রবল হও

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

অন্তরে আর বাহিরে সমান নিত্য প্রবল হও!

যত দুর্দিন ঘিরে আসে, তত অটল হইয়া রও!

যত পরাজয়-ভয় আসে, তত দুর্জয় হয়ে ওঠো।

মৃত্যুর ভয়ে শিথিল যেন হয় তলোয়ার-মুঠো।

সত্যের তরে দৈত্যের সাথে করে যাও সংগ্রাম,

রণক্ষেত্রে মরিলে অমর হইয়া রহিবে নাম।

এই আল্লার হুকুম – ধরায় নিত্য প্রবল রবে,

প্রবলেই যুগে যুগে সম্ভব করেছে অসম্ভবে।

ভালোবাসেন না আল্লা, অবিশ্বাসী ও দুর্বলের...

Loading...