নাম তার সন্তোষ

নাম তার সন্তোষ

রবীন্দ্রনাথ ঠাকুর

নাম তার সন্তোষ

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


নাম তার সন্তোষ,

জঠরে অগ্নিদোষ,

হাওয়া খেতে গেল সে পচম্বা।

নাকছাবি দিয়ে নাকে

বাঘনাপাড়ায় থাকে

বউ তার বেঁটে জগদম্বা।

ডাক্তার গ্রেগ্‌সন

দিল ইনজেক্‌শন–

দেহ হল সাত ফুট লম্বা।

এত বাড়াবাড়ি দেখে

সন্তোষ কহে হেঁকে,

“অপমান সহিব কথম্‌ বা।

শুন ডাক্তার ভায়া,

উঁচু করো মোর পায়া,

স্ত্রীর কাছে কেন রব কম বা।

খড়ম ...

Loading...