তোমার দিকে আসছি

তোমার দিকে আসছি

হুমায়ুন আজাদ

তোমার দিকে আসছি

Books Pointer Iconহুমায়ুন আজাদ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা১০ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


অজস্র জন্ম ধরে

আমি তোমার দিকে আসছি

কিন্তু পৌঁছুতে পারছি না।

তোমার দিকে আসতে আসতে

আমার এক একটা দীর্ঘ জীবন ক্ষয় হয়ে যায়

পাঁচ পঁয়সার মোম বাতির মত।


আমার প্রথম জন্মটা কেটে গিয়েছিলো

শুধু তোমার স্বপ্ন দেখে দেখে,

এক জন্ম আমি শুধু তোমার স্বপ্ন দেখেছি।

আমার দুঃখ,

তোমার স্বপ্ন দেখার জন্যে

আমি মাত্র একটি জন্ম পেয়েছিল...

Loading...