জ্বালো ওগো জ্বালো ওগো সন্ধ্যাদীপ জ্বালো

জ্বালো ওগো জ্বালো ওগো সন্ধ্যাদীপ জ্বালো

রবীন্দ্রনাথ ঠাকুর

জ্বালো ওগো জ্বালো ওগো সন্ধ্যাদীপ জ্বালো

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

-

জ্বালো ওগো, জ্বালো ওগো, সন্ধ্যাদীপ জ্বালো

হৃদয়ের এক প্রান্তে ওইটুকু আলো

স্বহস্তে জাগায়ে রাখো। তাহারি পশ্চাতে

আপনি বসিয়া থাকো আসন্ন এ রাতে

যতনে বাঁধিয়া বেণী সাজি রক্তাম্বরে

আমার বিক্ষিপ্ত চিত্ত কাড়িবার তরে

জীবনের জাল হতে। বুঝিয়াছি আজি

বহুকর্মকীর্তিখ্যাতি আয়োজনরাজি

শুষ্ক বোঝা হয়ে থাকে, সব হয় মিছে

যদি সেই স্তূপাকার উদ্‌যোগের পিছে

...
Loading...