ধীরে সন্ধ্যা আসে

ধীরে সন্ধ্যা আসে

রবীন্দ্রনাথ ঠাকুর

ধীরে সন্ধ্যা আসে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ধীরে সন্ধ্যা আসে, একে একে গ্রন্থি যত যায় স্খলি

প্রহরের কর্মজাল হতে। দিন দিল জলাঞ্জলি

খুলি পশ্চিমের সিংহদ্বার

সোনার ঐশ্বর্য তার

অন্ধকার আলোকের সাগরসংগমে।

দূর প্রভাতের পানে নত হয়ে নিঃশব্দে প্রণমে।

চক্ষু তার মুদে আসে,এসেছে সময়

গভীর ধানের তলে আপনার বাহ্য পরিচয়

করিতে মগন।

নক্ষত্রের শান্তিক্ষেত্র অসীম গগন

যেথা ঢেকে রেখে দেয় দিন...

Loading...