ইশতেহার
পৃথিবীতে মানুষ তখনো ব্যক্তিস্বার্থে ভাগ হয়ে যায়নি।
ভূমির কোনো মালিকানা হয়নি তখনো।
তখনো মানুষ শুধু পৃথিবীর সন্তান।
অরন্য আর মরুভূমির
সমুদ্র আর পাহাড়ের ভাষা...

ছোবল (১৯৮৬)
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
| রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনসাহিত্য সাগর০৭ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পৃথিবীতে মানুষ তখনো ব্যক্তিস্বার্থে ভাগ হয়ে যায়নি।
ভূমির কোনো মালিকানা হয়নি তখনো।
তখনো মানুষ শুধু পৃথিবীর সন্তান।
অরন্য আর মরুভূমির
সমুদ্র আর পাহাড়ের ভাষা...