বস্তীর মেয়ে

বস্তীর মেয়ে

জসীম উদ্দীন

বস্তীর মেয়ে

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


বস্তীর বোন, তোমারে আজিকে ছেড়ে চলে যেতে হবে,

যত দূরে যাব তোমাদের কথা চিরদিন মনে রবে।

মনে রবে, সেই ভ্যাঁপসা গন্ধ অন্ধ-গলির মাঝে,

আমার সে ছোট বোনটির দিন কাটিছে মলিন সাজে।

পেটভরা সে যে পায় না আহার, পরনে ছিন্নবাস,

দারুণ দৈন্য অভাবের মাঝে কাটে তার বারোমাস।

আরো মনে রবে, সুযোগ পাইলে তার সে ফুলের প্রাণ,

ফুটিয়া উঠিত নানা রঙ লয়ে আলো করি ধরাখান।

Loading...