কিশোর রবি

কিশোর রবি

কাজী নজরুল ইসলাম

কিশোর রবি

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

হে চিরকিশোর কবি রবীন্দ্র, কোন রসলোক হতে

আনন্দ-বেণু হাতে লয়ে এলে খেলিতে ধূলির পথে?

কোন সে রাখাল রাজার লক্ষ ধেনু তুমি চুরি করে

বিলাইয়া দিলে রস-তৃষাতুরা পৃথিবীর ঘরে ঘরে।

কত যে কথায় কাহিনিতে গানে সুরে কবিতায় তব

সেই আনন্দ-গোলোকের ধেনু রূপ নিল অভিনব।

ভুলাইলে জরা, ভুলালে মৃত্যু, অসুন্দরের ভয়

শিখালে পরম সুন্দর চিরকিশোর সে প্রেমময়।

নিত্য কিশোর আত্মার তু...

Loading...