চৈত্ররজনী

চৈত্ররজনী

রবীন্দ্রনাথ ঠাকুর

চৈত্ররজনী

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আজি উন্মাদ মধুনিশি ওগো

চৈত্রনিশীথশশী!

তুমি এ বিপুল ধরণীর পানে

কী দেখিছ একা বসি

চৈত্রনিথীথশশী!

কত নদীতীরে, কত মন্দিরে,

কত বাতায়নতলে—

কত কানাকানি, মন‐জানাজানি,

সাধাসাধি কত ছলে!

শাখাপ্রশাখার দ্বার‐জানালার

আড়ালে আড়ালে পশি

কত সুখদুখ কত কৌতুক

দেখিতেছ একা বসি

চৈত্রনিশীথশশ...

Loading...