চিরঞ্জীব জগলুল

চিরঞ্জীব জগলুল

কাজী নজরুল ইসলাম

চিরঞ্জীব জগলুল

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

প্রাচী-র দুয়ারে শুনি কলরোল সহসা তিমির-রাতে

মেসেরের শের, শির, শমশের – সব গেল এক সাথে।

সিন্ধুর গলা জড়ায়ে কাঁদিতে – দু-তীরে ললাট হানি

ছুটিয়া চলেছে মরু-বকৌলি ‘নীল’দরিয়ার পানি!

আঁচলের তার ঝিনুক মানিক কাদায় ছিটায়ে পড়ে,

সোঁতের শ্যাওলা এলোকুন্তল লুটাইছে বালুচরে!…

মরু-‘সাইমুম’-তাঞ্জামে চড়ি কোন পরিবানু আসে?

‘লু’ হাওয়া ধরেছে বালুর পর্দা সম্ভ্রমে দুই পাশে!