ঘাটের পথ
রবীন্দ্রনাথ ঠাকুর
পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ওরা চলেছে দিঘির ধারে ।
ওই শোনা যায় বেণুবনছায়
কঙ্কণঝংকারে ।
আমার চুকেছে দিবসের কাজ ,
শেষ হয়ে গেছে জল ভরা আজ ,
দাঁড়ায়ে রয়েছি দ্বারে ।
আমি কোন্ ছলে যাব ঘাটে—
শাখা - থরথর পাতা - মরমর
...