
গভীর রাতের ট্রাঙ্ককল

পূর্ণেন্দু পত্রী
| পূর্ণেন্দু পত্রী | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনমৌসুমী দাস১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমরা কথা বলি
ভিতরে ঢুকে পড়ে কার যেন ঠাণ্ডা হাত।
আমরা বলি
শাক সবজির মতো সরল সাদামাঠা কথাবার্তা।
যে-সব রাজবাড়ি ভেঙে পড়ছে
তার ইটগুলো কারা কিনবে,
পুরনো বন্ধুরা মারা যাওয়ার আগে
কে স্বপ্ন দেখেছিল কেমন,
কাঁকড়া বিছে এবং মাকড়শার মধ্যে
কে বেশি বিষাক্ত,
পৃথিবীর সমস্ত বসন্তকালকেই
শীত ঠেলে ঠেলে আসতে হয় কেন
এইরকম...