
খ্যাতি

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৫ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভাই নিশি,
তখন উনিশ আমি, তুমি হবে বুঝি
পঁচিশের কাছাকাছি।
তোমার দুখানা বই ছাপা হয়ে গেছে–বই
“ক্ষান্তপিসি,’ তার পরে “পঞ্চুর মৌতাত’।
তা ছাড়া মাসিকপত্র কালচক্রে ক্রমে বের হল
“রক্তের আঁচড়’।
হুলুস্থূল পড়ে গেল দেশে।
কলেজের সাহিত্যসভায়।
সেদিন বলেছিলেম বঙ্কিমের ...