“খুটিনাটি খুনশুটি ও অন্যান্য কবিতা” (১৯৯১) কাব্যগ্রন্থের কবিতা। অসীম সাহা সম্পাদিত “রুদ্র মহম্মদ শহিদুল্লাহর রচনা সমগ্র, দ্বিতীয় খণ্ড” বইতে এই কাব্যগ্রন্থটি আছে, তবে হিমেল বরকত সম্পাদিত, যেটি আমরা লাইব্রেরিতে রেখেছি, সেখানে ‘খুটিনাটি খুনশুটি ও অন্যান্য কবিতা’ নামের কোনও কাব্যগ্রন্থ নেই।