
কাঁচপোকার চোখের আয়নায়

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশেষ নগরী২০ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কাঁচপোকার চোখের আয়নায়
প্রৌঢ়টির চোখের পর্দায় একটি অদৃশ্য নারীমুখ
কুয়াশা এগিয়ে আসছে, এক্ষুনি নদীর সঙ্গে শুরু হবে রতি
মানুষটির পায়ের নীচে যে ভূমি, সেখানে গুঁড়ো গুঁড়ো
নক্ষত্র-কণা
সে ক্রমশ দীর্ঘ হতে শুরু করে, তার মাথা ছাড়িয়ে যায়
রুদ্র পলাশের চূড়া
আর উঁচু হয়ো না অ্যারিস্টটল, আকাশে মাথা ঠুকে যাবে যে!
এর সঙ্গে ওর দেখা হ...