কমল কাঁটা

কমল কাঁটা

কাজী নজরুল ইসলাম

কমল কাঁটা

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আজকে দেখি হিংসা-মদের মত্ত-বারণ-রণে

জাগ্‌ছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে।

উঠল কখন ভীম কোলাহল,

আমার বুকের রক্ত-কমল

কে ছিঁড়িল-বাঁধ-ভরা জল

শুধায় ক্ষণে ক্ষণে।

ঢেউ-এর দোলায় মরাল-তরী নাচ্‌বে না আন্‌মনে।।


কাঁটাও আমার যায় না কেন, কমল গেল যদি!

সিনান-বধূর শাপ শুধু আজ কুড়াই নিরবধি!

আস্‌বে কি আর পথিক-বালা?

Loading...