ওরে মাতাল দুয়ার খুলে দিয়ে

ওরে মাতাল দুয়ার খুলে দিয়ে

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

ওরে মাতাল দুয়ার খুলে দিয়ে

Books Pointer Iconশরদিন্দু বন্দ্যোপাধ্যায়
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০৩ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ওরে মাতাল দুয়ার খুলে দিয়ে

পথেই যদি করিস মাতামাতি

থলি ঝুলি উজাড় করে দিয়ে

যা আছে তোর ফুরাস রাতারাতি |

অশ্লেষাতে যাত্রা করে শুরু

পাঁজি পুঁথি করিস পরিহাস

অকারণে অকাজ নিয়ে ঘাড়ে

অসময়ে অপথ দিয়ে যাস---

হালের দড়ি আপন হাতে কেটে

পালের পরে লাগাস ঝড়ো হাওয়া

আমিও ভাই তোদের ব্রত লব

মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া |

———————–


Loading...