
ওই গোলাপ, ওই জল

তসলিমা নাসরিন
| তসলিমা নাসরিন | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৭ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
একজন স্বাধীনতা সংগ্রামী প্রতিদিন এক থোকা
গোলাপ পাঠাতেন আমার কলকাতার বাড়িতে।
তিনি এ-দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন,
গণতন্ত্রের জন্য করেছিলেন,
বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন তিনি,
তাঁর কাছ থেকে আমি গোলাপ পেয়েছি প্রতিদিন।
ক্ষমতার চাবুক মেরে যারা আমার মনকে
রক্তাক্ত করছে,
জীবনকে, জীবনের সব স্বপ্নকে
প্রতিদি...